সচরাচর জিজ্ঞাসা
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআারআই) কৃর্তৃক প্রদত্ত সেবাসমূহের হালনাগাদ তথ্য প্রদান করার লক্ষ্যে এই ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে বিএলআরআই সেবা প্রদানের সকল তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে।
এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআারআই) এর ভিশন, মিশন, লক্ষ্য, উদ্দেশ্যসহ এক নজরে বিএলআরআই এর সকল হালনাগাদ তথ্যাদি, বিএলআরআই এর আঞ্চলিক কেন্দ্রসমূহের তথ্যাদি, বিএলআরআই এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ও যোগাযোগ নম্বরসহ অন্যান্য তথ্যাদি, বিএলআরআই কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্যাদি, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্যাদি, কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্যাদি, তথ্য অধিকার সংক্রান্ত সকল তথ্যাদি, শুদ্ধাচার সংক্রান্ত সকল তথ্যাদি, উদ্ভাবনী কার্যক্রম সংক্রান্ত সকল তথ্যাদি, সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত সকল তথ্যাদি, বাজেট ও প্রকল্প সংক্রান্ত সকল তথ্যাদি, এসডিজি সংক্রান্ত সকল তথ্যাদি, স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে। এছাড়া আরও বিভিন্ন তথ্যাদি ওয়েব পোর্টালটিতে নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে।
এ ওয়েবসাইট থেকে কি আমি সেবা গ্রহণের লক্ষ্যে প্রয়োজণীয় ফরমগুলো পাবো?
হ্যাঁ, আপনি বিএলআরআই কর্তৃক প্রদত্ত সেবাসমূহ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ফরম এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ‘ফরম’ নামের সেবাবক্স-এর লিংকটি ভিজিট করতে হবে।
বিএলআরআই সম্পর্কিত ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?
বিএলআরআরই সম্পর্কিত ঘোষণা বা প্রজ্ঞাপনসমূহ সম্পর্কে জানতে হোম পেইজ-এর ‘সর্বশেষ খবর’ এবং বিভিন্ন সেবাবক্স-এর প্রজ্ঞাপন/পরিপত্র/অফিস আদেশ লিংক ভিজিট করতে হবে পাওয়া যাবে।