গত ১৮ ডিসেম্বর’২০১৭ খ্রিঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর ক্যাম্পাসে শিশুদের বিনোদন উপযোগী একটি শিশুপার্ক অফিসার্স ক্লাবের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন এ ক্যাম্পাস বাসীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা শিশুদের উপযোগী একটি বিনোদন পার্কের যা এতদিন পর সম্ভব হল। রাজধানী শহর থেকে দূরে একটি ক্যাম্পাসে শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য বিনোদনের আরো সুযোগ সৃষ্টি করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারিগণসহ তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।