Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহোদয়ের বিএলআরআই পরিদর্শন


প্রকাশন তারিখ : 2020-09-13

  প্রাণিসম্পদের উন্নয়নে সময়োপযোগী প্রযুক্তি উদ্ভাবন করুন

                                                                                                                          -শ ম রেজাউল করিম, মাননীয় মন্ত্রী

                                                                                                                                মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

সাভার (ঢাকা) ১৩ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ

 

 

প্রাণিসম্পদ কৃষিখাতের অন্যতম একটি উপখাত। সম্ভাবনাময় এ উপখাতের উন্নয়নে সময়োপযোগী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এমনসব টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যা মাঠ পর্যায়ে ব্যবহারকারীদের জন্য উপকারে আসে। বিএলআরআই এর বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এম পি, এ কথা বলেন। এসময় তিনি প্রাণিসম্পদের উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম জোরদার করতে বিজ্ঞানীদের প্রতি আহবান জানান। অদ্য ১৩/০৯/২০২০ খ্রিঃ তারিখ সাভারস্থ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ মন্ত্রী তাঁর সংক্ষিপ্ত সফরে সকাল ১০:৩০ ঘটিকায় মুজিব শতবর্ষ উপলক্ষে বিএলআরআই এর অফিস কাম ল্যাব বিল্ডিং এ স্থাপিত বঙ্গবন্ধু ফটোগ্যালারি উদ্বোধন; বেলা ১১:০০ ঘটিকায় এই ইনস্টিটিউটের পাচুটিয়া খামার, বিদেশী ভেড়ার খামার ও মহিষ খামার পরিদর্শন; বেলা ১১:৩০ ঘটিকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ফলদ বাগান উদ্বোধন ও ফলক উন্মোচন; দুপুর ১২:০০ ঘটিকায় বিএলআরআই এর এএমআর ল্যাব উদ্বোধন; দুপুর ১২:৩০ ঘটিকায় বিএলআরআই এর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা ও বিএলআরআই এর কর্মকর্তা বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তাঁর এ সফরে সফর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জনাব রওনক মাহমুদ, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব সুবোল বোস মনি, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; ডাঃ আবদুল জব্বার শিকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।