Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৭

জাইকা প্রতিনিধি দলের বিএলআরআই পরিদর্শন


প্রকাশন তারিখ : 2017-11-14

অদ্য ১৪/১১/২০১৭ খ্রিঃ তারিখে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে আগত জাপানি রি-প্রেজেনটিটিভ Ayumi Kuroda এবং সহকারী একাউন্টিং অফিসার জনাব মোহাম্মদ রাহাত খান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেন। পরিদর্শনের প্রাক্কালে প্রতিনিধিবৃন্দ অত্র ইনস্টিটিউটের মহাপরিচালক, ড. তালুকদার নুরুন্নাহার এর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের উদ্দেশ্যে সম্পর্কে মহাপরিচালক মহোদয়কে অবহিত করেন। অতঃপর প্রতিনিধিবৃন্দ জাইকা কর্তৃক প্রদত্ত যন্ত্রপাতিগুলো যে সমস্ত ল্যাবে সংরক্ষিত আছে তা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট বিভাগ, গবেষণাগার ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন পূর্বক সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য যে, ইনস্টিটিউটের পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগে জাইকা এর অর্থায়নে ১৯৯৮-২০০৩ সালে পোল্ট্রি ম্যানেজমেন্ট টেকনিক ইমপ্রুফমেন্ট প্রজেক্ট (PMTIP) এবং ২০০৬-২০১১ সালে পোল্ট্রি প্রযুক্তি উন্নয়ন ও পরীক্ষণ প্রকল্প (PTDDP) পরিচালিত হয়। উক্ত প্রকল্পগুলো চলাকালীন সময়ে জাইকা প্রদত্ত পোল্ট্রি খাদ্য বিশ্লেষণ গবেষণাগার ও পোল্ট্রি রোগ নির্ণয় গবেষণাগারের যন্ত্রপাতি, কম্পিউটার সরঞ্জামাদি এবং মোটর সাইকেল ইত্যাদির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন। ইনস্টিটিউটের মহাপরিচালক মহোদয় জাইকার কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও অদূর ভবিষ্যতে পোল্ট্রি ও প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে দেশে প্রাণিজ আমিষ সরবরাহের ক্ষেত্রে জাপান সরকারের কারিগরি সহায়তা অব্যাহত রাখার জন্য প্রতিনিধিবৃন্দকে অনুরোধ করেন। সরেজমিনে পরিদর্শনকালে ড. নাথুরাম সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (অঃ দাঃ), পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ এবং ড. মোঃ গিয়াসউদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগ প্রতিনিধিদের সহযোগীতা করেন।