IIAD of Texus A & M University এর তত্ত্বাবধানে এবং USAID এর অর্থায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের National Reference Laboratory for Avian Influenza গবেষণাগারটি Lab management আন্তর্জাতিক মানে উন্নতিকরণ এবং NRL-AI Lab. এর বিজ্ঞানীদের Bioinformatics এর উপর দক্ষতা বৃদ্ধির জন্য “Introductory Bioinformatics and Lab Management” শীর্ষক কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে Introductory bioinformatics এর উপর প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) কর্মশালা ২৩-২৭ মে ২০১৬ ইং তারিখে হংকং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ১ম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচীর ধারাবাহিকতায় NRL-AI Lab. সহ BLRI এর অন্যান্য বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষে ২৭/৬/১৬ ইং তারিখে Bioinformatics এর উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ড. তালুকদার নূরুন্নাহার, মহাপরিচালক, বিএলআরআই প্রধান অতিথি এবং ড. মোঃ গিয়াসউদ্দিন সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। কর্মশালায় Sequencing Technique, Naming, Sequence data quality, Alignment, Filtering, Genetic distance, Translation, Phylogenetic tree build and interpretation এবং Annotation বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।