Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০১৭

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এ বোর্ড অব ম্যানেজমেন্ট এর ৪১তম সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-05-25

গত ২৪/০৫/২০১৭ খ্রিঃ তারিখে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বোর্ড অব ম্যানেজমেন্ট এর ৪১তম সভা সাভারস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ছায়েদুল হক এম.পি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের নিম্নোক্ত সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

(১)      জনাব কামাল আহমেদ মজুমদার, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৫,

(২)      জনাব মোঃ মাকসুদুল হাসান খান, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

(৩)     জনাব এ এন সামছুদ্দিন আজাদ চৌধুরী, সদস্য (কৃষি), পরিকল্পনা কমিশন,

(৪)      প্রফেসর ড. মোঃ আলী আকবর, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ

(৫)      ড. মোহাম্মদ জালাল উদ্দীন, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা

(৬)     বেগম তাহমিনা বেগম, অতিরিক্ত-সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়,

(৭)      ডাঃ মোঃ আইনুল হক, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর,

(৮)     অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

(৯)      ড. নাথু রাম সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই ও সদস্য ও

(১০)    ড. মোঃ এরসাদুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই ও সদস্য।

সভায় বোর্ড অব ম্যানেজমেন্ট এর সদস্য-সচিব ও বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার ইনস্টিটিউটের সার্বিক গবেষণা কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

বোর্ড অব ম্যানেজমেন্ট এর সভায় বিএলআরআই এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গৃহিত হয়। সকল সদস্যগণ ইনস্টিটিউটের কার্যক্রমের প্রসংশা করেন এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট বিবেচনা করে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীদের কাজ করে যাবার পরামর্শ দেন।