বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদার সাথে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস ’২০১৭ উদযাপিত হয়। সকালে মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার মহামান্য রাষ্ট্রপতি এ্যাভোকেট আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুস্প অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন এর পর মহাপরিচালক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ইনস্টিটিউটের সকল কর্মচারি মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে জাতীয় স্মৃতিসৌধে পুস্প অর্পন করেন। বাদ আসর ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বীর শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচি শুরু করা হয়। ইনস্টিটিউটের সকল কর্মচারি ও তাঁদের পোষ্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, দৌড়, ভারসাম্য দৌড়, যেমন খুশি তেমন সাজ সহ নানা ধরনের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়। উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ছায়েদুল হক এর মৃত্যুতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয় এবং ইনস্টিটিউটে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।