Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০১৬

প্রাণী ও পোল্ট্রি সেক্টরে অবদানের জন্য এজি এগ্রো লিঃ কর্তৃক বিএলআরআইকে সম্মাননা পদক ও এক লক্ষ টাকার চেক প্রদান


প্রকাশন তারিখ : 2016-03-06

প্রাণী ও পোল্ট্রি সেক্টরে অবদানের জন্য এজি এগ্রো  লিঃ কর্তৃক বিএলআরআইকে সম্মাননা পদক ও এক লক্ষ টাকার চেক প্রদান

বিগত  ৫ মার্চ ২০১৬ খ্রিঃ তারিখে আহসান গ্রুপের সহযোগী  প্রতিষ্ঠান এজি এগ্রো লিঃ কর্তৃক বাংলাদেশে প্রাণী ও পোল্ট্রি সেক্টরে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ  প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউ কে সম্মাননা পদকসহ একলক্ষ টাকার চেক প্রদান করে। বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার আনুষ্ঠানিক ভাবে সম্মাননা পদক ও চেক গ্রহন করেন। এ সম্মাননা বিএলআরআই এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারিদের ভবিষ্যৎ গবেষণা ও উন্নয়নে আরও অধিক মনোযোগী হওয়ার অনুপ্রেরণা যোগাবে এবং জাতীয় পর্যায়ে প্রাণী ও পোল্ট্রি  সেক্টরের  উত্তোত্তর  উন্নতি বৃদ্ধির জন্য উৎসাহিত করবে। বিএলআরআই এর পক্ষ থেকে এ সম্মাননার জন্য এজি এগ্রো লিঃ কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।