কোভিড-১৯ প্রতিরোধ পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়, জনস্বাস্থ্য পরিস্থিতি ও আইন শৃঙখলা পর্যালোচনা ও তত্ত্বাবধান করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ৬৪ জেলার জন্য সিনিয়র সচিব/সচিব গণকে দায়িত্ব প্রদান করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে চাপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে। সচিব মহোদয়গণের উপর আস্থা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।