Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০১৬

বিএলআরআই এ জাতীয় শোক দিবস পালন


প্রকাশন তারিখ : 2016-08-21

    

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ১৫ আগষ্ট ২০১৬ খ্রিঃ তারিখে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পালিত হয়। সকালে আলোচনা অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোঃ আজহারুল ইসলাম তালুকদারের সভাপতিতেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার। বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারিদের উপস্থিতিতে আলোচনা করেন সকল বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালকগণ। আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন বিএলআরআই জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের তথ্য কর্মকর্তা মোঃ শাহ আলম।