এসিডিআই/ভোকা (ACDI/VOCA) ও বিএলআরআই সাথে সমঝোতা স্বাক্ষর
দেশের দক্ষিণাঞ্চলে ডেইরি ও গরুমোটাতাজাকরণ খামারীদের দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিগত ১৪ ফেব্রৃয়ারী ২০১৬ খ্রিঃ তারিখে USAID এর অর্থায়নে ’’ Feed the Future Bangladesh Livestock Production and Improved Nutrition Project” শীর্ষক প্রকল্পে কারিগরি সহযোগিতা প্রদানের নিমিত্ত এসিডিআই/ভোকা (ACDI/VOCA) ও বিএলআরআই এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রকল্প এলাকার খামারীদের দুধ উৎপাদন ও বাজারজাতকরণ, দূগ্ধ ভ্যালু চেইন উন্নয়ন এবং মাংস উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত জাতের ঘাসের চাষ, খাদ্য প্রযুক্তি ও খাদ্য ব্যবস্থাপনা এবং প্রাণিস্বাস্থ্য বিষয়ক কারিগরি সহযোগিতা প্রদান করবে এবং এ সমঝোতা স্বাক্ষরের ফলে দক্ষিণাঞ্চলের ডেইরি ও গরু মোটাতাজাকরণ খামারীরা উপকৃত হবে।