গত ২৮ জুন’ ২০১৬ খ্রিঃ তারিখে দুপুর ২:০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ ছায়েদুল হক, এমপি এর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাকসুদুল হাসান খান ও মহাপরিচালক, ড. তালুকদার নূরুন্নাহারএর মধ্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব জনাব একরামুল হক, মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যন্য সংস্থা প্রধান এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।