“নাগরিক সেবায় উদ্ভাবন” শীর্ষক প্রশিক্ষণ র্কমশালার আয়োজন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গত ১৫-১৯ এপ্রিল ২০১৮ খ্রিঃ ‘‘নাগরিক সেবায় উদ্ভাবন” ”শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজহারুল আমিন,অতিরিক্ত পরিচালক (সা:সা:), বিএলআরআই এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাথু রাম সরকার মহাপরিচালক, বিএলআরআই। সহযোগিতায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়।