Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুন ২০১৭

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা দিয়ে সরকার নির্ধারিত হারে ফি নিতে পারবেন।


প্রকাশন তারিখ : 2017-06-13

জাতীয় সংসদে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন মেলায় প্রাণিসম্পদের বিজ্ঞানীদের এই সুযোগ সৃষ্টি হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, ‘দ্য লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট অর্ডিনেন্স ১৯৮৪’ কে ইংরেজি থেকে যুগোপযোগী করে বাংলায় রূপান্তর করে নতুন আইন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইনে চারটি নতুন ধারা সংযোজন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, আগের আইনে ইনস্টিটিউটে নিয়োজিত কর্মকর্তাদের পরামর্শ ফির বিষয়টি ছিল না। “ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রাণিসম্পদ, শিল্প স্থাপনা বা অনুসন্ধান বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য বোর্ডের নির্ধারিত হারে ফি আদায় করতে পারবেন।” প্রস্তাবিত আইনানুযায়ী বোর্ডের কার্যাবলী তুলে ধরে জিয়াউল আলম বলেন, বোর্ড ইনস্টিটিউটের কার্যাবলী তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেবে, ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত দেবে। “এছাড়া ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা ও কর্মপরিকল্পনা বোর্ড অনুমোদন দেবে। সরকারের কাছ থেকে বা অন্য কোনো উৎস থেকে অনুদান দিতে অনুরোধ করবে বোর্ড।” জিয়াউল জানান, ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন, সরকারের অনুমোদনের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন দেবে বোর্ড। প্রস্তাবিত আইন অনুযায়ী ইনস্টিটিউট সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে পারবে বলেও জানান জিয়াউল আলম।