Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০১৬

বিএলআরআই এ লাভজনক খামার পরিচালনায় বিজ্ঞানভিত্তিক ব্রয়লার ও লেয়ার পালন ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2016-05-26

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গত ১৭-১৯ মে ২০১৬ খ্রিঃ মেয়াদে "লাভজনক খামার পরিচালনায় বিজ্ঞানভিত্তিক ব্রয়লার ও লেয়ার পালন ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল হতে ৫০ জন খামারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তালুকদার নূরুন্নাহার, মহাপরিচালক, বিএলআরআই, বিশেষ অতিথি- ড. মোঃ আজহারুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পরিচালক (অঃ দাঃ)। সভাপতিত্ব করেন ড. নাসরিন সুলতানা, পিএসও এবং বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তি পরিক্ষণ বিভাগ এবং কোর্স কোঅর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন একই বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জিল্লুর রহমান। প্রশিক্ষণ কোর্সে মূলত খাদ্য, পুষ্টি, রোগ প্রতিরোধসহ খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্যে ব্রয়লার ও লেয়ার পালনের ক্ষেত্রে বিএলআরআই কর্তৃক উদ্ধাবিত প্রযুক্তিসমূহ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারীগণ ব্রয়লার ও লেয়ার পালন ব্যবস্থাপনা বিষয়ে সম্যক ধারণা পাবেন যা কাজে লাগিয়ে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন যা বর্তমান সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনার মধ্যে আত্ম -কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, ২০২১ সালের মধ্যে এ দেশের জনগণের পুষ্টির চাহিদা পূরণ এবং নারীর ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে।