Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৮

মরিঙ্গা প্রাইভেট লিমিটেড ও বিএলআরআই সমঝোতা স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2018-01-18

 

সাজনা গাছের ব্যবহার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিতে মরিঙ্গা প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ প্রণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক কারিগরিী সহায়তা প্রদানের লক্ষ্যে অদ্য ১৮/০১/২০১৮ খ্রিঃ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ প্রণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পক্ষে ড. তালুকদার নূরুন্নাহার , মহাপরিচালক এবং মরিঙ্গা প্রাইভেট লিমিটেড এর পক্ষে মিসেস জাকিয়া সুলতানা, সিইও সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার বলেন , আগামী দিনে এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে সাজনা গবেষণায় নতুন দ্বার উম্মোচিত হবে । তিনি আরো বলেন সাজনা গাছের উপর বিএলআরআই এর এ পর্যন্ত যাবতীয় গবেষণালব্ধ ফলাফলকে কাজে লাগিয়ে আগামী দিনে সাজনার নতুন নতুন সাজনাজাত পণ্য তৈরীর মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উৎপাদনে সর্বোপরি মানুষের সার্বিক পুষ্টি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে ।