যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অতি প্রতুষ্যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহারের নেতৃত্বে ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীগণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মহাপরিচালক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আলোচনায় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মরন এবং জাতীর পিতার অবদানের কথা স্মরন করেও তার মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান।