Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০১৭

4th BSAPER International conference-2017; Best Oral Presentation Award অর্জন


প্রকাশন তারিখ : 2017-06-05

 

গত ০৬ মে 4th BSAPER International conference-2017, Syed Nazrul Islam Conference Hall, Bangladesh Agricultural University, Mymensingh এ অনুষ্ঠিত হয়। উক্ত conference এ  Nepal, Malaysia & New-Zealandসহ  মোট ২১টি দেশী- বিদেশী  গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। Young Scientist হিসাবে উক্ত conference এ “Study of Moringa plant fodder agronomy and its feeding to ruminants” শীর্ষক গবেষণা প্রবন্ধ টি বিএলআরআই এর প্রাণী পুষ্টি বিভাগের বিজ্ঞানী মোহাম্মদ খায়রুল বাশার  উপস্থান করেন । বিজ্ঞ বিচারক মন্ডলীদের সার্বিক মুল্যায়নে তাকে 2nd Best Oral Presentation Award প্রদান করেন। পুরুষ্কার প্রাপ্তিতে বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার  নূরুন্নাহার বিএলআরআই এর ভাবমূর্তি উজ্জল হয়েছে বলে মনে করেন এবং  সেই সাথে তার গবেষণা জীবনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।