Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০১৯

বিএলআরআই এ মহান বিজয় দিবস ’২০১৯ উদযাপন


প্রকাশন তারিখ : 2019-12-17

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদার সাথে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস ’২০১৯ উদযাপিত হয়। সকালে মহাপরিচালক ড. নাথু রাম সরকার মহামান্য রাষ্ট্রপতি এ্যাভোকেট আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুস্প অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন এর পর মহাপরিচালক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ইনস্টিটিউটের সকল কর্মচারি মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে জাতীয় স্মৃতিসৌধে পুস্প অর্পন করেন। ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বীর শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচি শুরু করা হয়। ইনস্টিটিউটের সকল কর্মচারি ও তাঁদের পোষ্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, দৌড়, বস্তা দৌড়, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজ সহ নানা ধরনের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুস্থানের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়। বিএলআরআই এর সকল পর্যায়ের কর্মকর্তা, করমচারি ও তাদের পোষ্যদের সমন্বয়ে এক আনন্দপূর্ণ ও মনোমুগ্ধকর  পরিবেশ সৃষ্টি হয় বিএলআরআই প্রাঙ্গন জুড়ে।