গত ১৩/০৭/২০১৭ খ্রিঃ তারিখে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) কর্তৃক উৎপাদিত দেশী ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রণে কম্বল, শাল, পাপস, জায়নামাজসহ অন্যান্য গৃহস্থালি সামগ্রী তৈরি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উৎপাদিত কম্বল, শাল, পাপস, জায়নামাজসহ অন্যান্য গৃহস্থালি সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ছায়েদুল হক, এম পি, প্রতিমন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ, এম পি, মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মাকসুদুল হাসান খান এবং বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার বক্তৃতা করেন।