বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে গত ১৪ জানুয়ারী ২০১৭ খ্রিঃ তারিখে সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ‘দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান, পরিকল্পনা কমিশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে ফজলুল হক
ভূঁইয়া, পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। অনুষ্ঠানটিতে সভাপত্বিত করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার।
কর্মশালায় প্রধান অতিথি বলেন ভেড়া পালন দারিদ্র্য বিমোচনে ভাল ভূমিকা রাখতে পারে। এজন্য ভেড়াকে জনপ্রিয় করে তুলতে হবে। তাই সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে গবেষণা কার্যক্রম চালাতে হবে। প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন দেশে দুধ, মাংস ও ডিমের চাহিদা বাড়ছে। তাই গবেষণা অপরিহার্য হয়ে পড়েছে। মানুষের চাহিদার উপর ভিত্তি করে মানসম্মত গবেষণার মাধ্যমে দ্রুত সময়ের মাধ্যমে এর ফল পাওয়ার ব্যবস্থা করতে হবে। ড. তালুকদার নূরুন্নাহার বলেন ভেড়া ছোট প্রাণি হলেও এর গুরুত্ব অনেক বেশি। শুধু উন্নত জাতের ভেড়া উৎপাদন নয়, এর মাংস কিভাবে জনপ্রিয় করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় জানানো হয় প্রকল্পের আওতায় গত ২০১২ সাল থেকে উন্নত জাতের ভেড়া উৎপাদনের জন্য বিএলআরআই সহ দেশের মোট ০৬ টি জেলায় ১১ টি উপজেলায় গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় আরও জানানো হয় বিএলআরআই ও বিজেআরআই এর যৌথ উদ্যেগে ভেড়ার পশম থেকে কম্বল, শাল, স্যুটিং কাপড়, ডাইনিং ম্যাট, ফ্লোর ম্যাট ইত্যাদি উৎপাদন করা হচ্ছে। দেশী ভেড়াকে আরও উন্নত করার লক্ষ্যে সম্প্রতি অষ্ট্রেলিয়া থেকে তিন জাতের ভেড়া আমদানী করে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ এরসাদুজ্জামান।