অদ্য ১০ মার্চ ২০১৬ খ্রীঃ তারিখে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে Scaling Up Inclusive Dairy Markets, REECALL, Oxfam শীর্ষক প্রকল্পের কারিগরী সহযোগীতা প্রদান করার লক্ষ্যে এক গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত প্রকল্পের আওতায় বিএলআরআই, Oxfam উল্লেখিত প্রকল্প এলাকার দূগ্ধ খামারীদের সমস্যা চিহ্নিতকরণ পূর্বক বিভিন্ন ধরনের প্রযুক্তি সহযোগীতা, ক্ষুদ্র ও মাঝারী খামারীদের দূগ্ধ উৎপাদন ও বাজারজাত করণে “ক্ষুদ্র আকারে দূগ্ধ প্রক্রিয়াকরণ” যন্ত্র স্থাপনসহ, প্রশিক্ষণ, ভিডিও ডকুমেন্টেশন এবং অন্যান্য বিষয়ে কারিগরি সহযোগীতা প্রদান করবে।