বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কেন্দ্র, নাইক্ষ্যংছড়ি বান্দরবানে বিগত ০১ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ তারিখ "বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০১৭" অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ, এমপি, মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মোঃ শফিউল আলম, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গাবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ আশরাফ আলী, ৩১ বিজিবি, নাইক্ষ্যংছড়ি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা, উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সিস্টেম রিসার্চ ডিভিশনের বিভাগীয় প্রধান ড. মোঃ এরসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং অন্যান্য সম্মানীত অতিথিগণ বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রের বিছামাড়া এ অবস্থিত গয়াল, মায়া হরিণ, ব্রাউন বেঙ্গল ছাগল, ভেড়া, হিলি এবং পাহাড়ি মুরগির খামার পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী একটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী উল্লেখিত ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেফসর, ইনস্টিটউটের বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগণ অংশ গ্রহণ করেন।