Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২০

দুই দিনব্যাপী “বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা-২০১৯” এর সফল সমাপ্তি


প্রকাশন তারিখ : 2020-01-27

এ দেশের বৃহৎ গ্রামীণ জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণে প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে হবে। পোল্ট্রি ও প্রাণিসম্পদের বর্তমান সমস্যা নিরসনে এ খাতে আরো গবেষণা কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তিগুলো গ্রাম বাংলার মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে, যা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক হবে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘‘বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০১৯” এর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার এ কথা বলেন। তিনি আরও বলেন যে, দুইদিনের এই কর্মশালার আলোকে যে, সুপারিশমালা প্রণয়ন করা হলো সেগুলি বাস্তবায়ন করার জন্য বিএলআরআই এর প্রতিটি বিজ্ঞানী নিরলসভাবে কাজ করে যাবে। SDG  ও সরকারের ভিশণ-২০২১ কে সামনে রেখে আমরা গবেষণা পরিকল্পনা গ্রহণ করেছি। দুইদিন ব্যাপী কর্মশালায় আমরা ৬৬ টি গবেষণা প্রবন্ধের মধ্যে ৩৪ টি উপস্থাপন করা হয়েছে এবং ৩২ টি পোস্টারের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।  এই কর্মশালায় দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ উন্নয়নে অংশগ্রহণকারীদের পরামর্শে গবেষণা কার্যক্রম আরো ফলপ্রসু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

দুইদিন ব্যাপী কর্মশালায় উপস্থাপিত গবেষণা প্রবন্ধের উপর সুপারিশালা উপস্থাপন করেন ড. মোঃ গিয়াসউদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা, বিএলআরআই, সাভার, ঢাকা।  কর্মশালায় উপস্থাপিত প্রবন্ধ থেকে ০৫ জন  ও পোস্টার উপস্থাপনার জন্য ০৩ জন বিজ্ঞানীকে বেস্ট পেজেন্টার সম্মাননা দেয়া হয়।