অদ্য ০৬/০১/২০১৬ খ্রিঃ তারিখ রোজ বুধবার, ড. নুরুন্নাহার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বায়োটেকনোলজি বিভাগ, বিএলআরআই এর মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন। তিনি গত ১৫/০৯/২০১৫ খ্রিঃ তারিখ হতে ০৫/০১/২০১৬ খ্রিঃ তারিখ পর্যন্ত মহাপরিচালকের রুটিন দায়িত্তে নিয়োজিত ছিলেন। National Agricultural Research System (NARS) ভুক্ত ইনস্টিটিউটগুলোর মধ্যে তিনিই প্রথম ও একমাত্র কৃষিবিদ নারী মহাপরিচালক ।