Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০১৭

চাকুরি থেকে পিআরএল এ যাওয়ার ৬ দিন পূর্বে সিপিএফ ও ছুটি নগদায়নের চেক বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।


প্রকাশন তারিখ : 2017-05-04

চাকুরি থেকে পিআরএল এ যাওয়ার ৬ দিন পূর্বে সিপিএফ ও ছুটি নগদায়নের চেক বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।

ইনস্টিটিউটের অফিস সহকারি-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, জনাব আনন্দ কুমার দাস আগামী ০৯/০৫/২০১৭ খ্রি: তারিখ পিআরএল এ যাবেন। তার পিআরএল গমনের পূর্বেই বিগত ০৩/০৫/২০১৭ খ্রিঃ তারিখ তাকে সিপিএফ ও ছুটি নগদায়নের চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (সা: সা:) ড. মো: আজহারুল ইসলাম তালুকদার। প্রধান অতিথির ভাষণে ড. তালুকদার নুরুন্নাহার বলেন চাকুরী শেষে কর্মচারীদের প্রাপ্য বুঝিয়ে দেয়া ইনস্টিটিউটের দায়িত্ব। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।