বিগত ২৪/১২/২০১৯ তারিখে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর ৪২তম পরিচালনা বোর্ডের সভা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য মাননীয় সাংসদ জনাব মোসলেম উদ্দিন ও মোছাঃ শামীমা আক্তার খানম। আরও উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ রইছউল আলম মন্ডল, সিনিয়র সচিব। পরিচালনা বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন আকন্দ, সদস্য (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান), প্রফেসর ড. লুৎফুল হাসান, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এছাড়াও, বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম খান, প্রাক্তন মহাপরিচালক, বিএলআরআই এবং খামারী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ইয়াসমিন রহমান, পরিচালক, প্যারাগণ গ্রুপ।
প্রথমেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মাননীয় মন্ত্রী ও বোর্ড অব ম্যানেজমেন্টের সভাপতি জনাব মোহাম্মদ ছায়েদুল হক, এমপিসহ বিএলআরআই এর বিভিন্ন পর্যায়ের নিহত কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা করে একটি শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তাদের বিদেহি আত্নার স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়। সভায়, বিএলআরআই এর গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমসহ প্রযুক্তি উদ্ভাবনে সন্তোষ প্রকাশ করেন ও আগামী দিনে বাংলাদেশে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার সদস্য-সচিব হিসেবে সভায় আলোচ্য-সূচিসমূহ উপস্থাপন করেন।