Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০১৬

বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে নাইক্ষ্যংছড়িতে শুদ্ধাচার কৌশল নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-12-18

জাতীয় শুদ্ধাচার কৌশল ও প্রয়োগ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গত ১৪/১২/২০১৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার। তিনি বলেন, প্রতিটি কর্মচারিকে তাদের স্ব স্ব অবস্থানে থেকে শুদ্ধাচার অনুসরণ করতে হবে। তিনি যথাযথভাবে শুদ্ধাচার প্রয়োগের ক্ষেত্রে প্রনোদনার কথাও উল্লেখ করেন।

     ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণে বক্তব্য রাখেন। ইনস্টিটিউটের তথ্য কর্মকর্তা ও শুদ্ধাচার এর ফোকাল পয়েন্ট মোঃ শাহ আলম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।