Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৮

যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন


প্রকাশন তারিখ : 2018-03-18

                                                                                                 

    

গত ১৭ মার্চ’২০১৮ খ্রিঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস অত্যন্ত উৎসব মূখর পরিবেশে উদযাপন করা হয়। উদযাপনকে সামনে রেখে ইনস্টিটিউট এর সকল শিশুদের নিয়ে কবিতা আবৃতি, গান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের জন্য পুরস্কার ও অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার এর ব্যবস্থা করা হয়। দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। বিশেষ অতিথি ছিলেন মোঃ আজহারুল আমিন, অতিরিক্ত পরিচালক, আলোচনা করেন ড. মোঃ আজহারুল ইসলাম তালুকদার, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ এরসাদুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ও জনাব মোসলেম উদ্দিন খান, মাঠ সহকারি। সভাপতিত্ব করেন ড. মোঃ গিয়াস উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও আহবায়ক উদযাপন কমিটি। মহাপরিচালক জাতির জনকের কর্মময় জীবন ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে শিশুদের গড়ে উঠার জন্য আহবান জানান। সর্বশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্য কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম।