Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০১৭

বাঘাবাড়ি আঞ্চলিক কেন্দ্রে ”জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-06-22

 

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশপ্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাঘাবাড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে গত ০২/৪/২০১৭ খ্রীঃ রোজ রোববার জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার। এতে বিশেষ অতিথি ছিলেন গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজাহারুল ইসলাম তালুকদার, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব। সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউটের সিস্টেম রিসার্চ ডিভিশনের বিভাগীয় প্রধান ড. এরসাদুজ্জামান। সকাল ১১ টায় বাঘাবাড়ি আঞ্চলিক কেন্দ্র চত্বরে আয়োজিত

এ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএলআরআই বাঘাবাড়ি আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. তালুকদার নুরুন্নাহার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে মাথা উঁ”ু করে দাঁড়াচ্ছে তখন একটি মহল পরিকল্পিতভাবে দেশব্যাপী জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান জানান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউটের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।