বিএলআরআই এ ২০১৭-২০১৮ অর্থবছরের চলমান মধ্যমেয়াদী গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত বিশেষজ্ঞ টিমের সভা অনুষ্ঠিত
গত ১২ এপ্রিল/২০১৮ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সভাপতিত্বে অত্র ইনস্টিটিউটের ২০১৭-২০১৮ অর্থবছরের চলমান মধ্যমেয়াদী গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত বিশেষজ্ঞ টিমের সভা বিএলআরআই, সাভার, ঢাকা এ অনুষ্ঠিত হয়।
সভায় নিম্নবর্ণিত কর্মসূচী অনুসারে ২০১৭-২০১৮ অর্থবছরের গবেষণা কার্যক্রমসমূহ মূল্যায়ন করা হয়। উক্ত সভায় মূল্যায়ন বিশেষজ্ঞ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় |
বিষয় |
বিশেষজ্ঞ টিম |
ভেন্যু |
১০:০০ -১০:৩০ |
প্রাক-আলোচনা |
- |
প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষ |
১০:৩০ - ১:৩০ |
Bio-technology Discipline |
১। প্রফেসর ড. এম.এ.এম ইয়াহিয়া খন্দকার, পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ২। প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট। |
বায়োটেকনোলজি বিভাগের সম্মেলন কক্ষ |
Livestock & poultry diseases |
১। প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান, প্যাথলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ। ২। প্রফেসর ড. সুকুমার সাহা, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ। |
এফ এমডি সম্মেলন কক্ষ |
|
Nutrition, feeds & feeding management |
১। প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, পশু পুষ্টি বিভাগ, পশু পালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ। ২। প্রফেসর ড. মোহাম্মদ মোজ্জাফর হোসেন, পশু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। |
প্রাণী উৎপাদন গবেষণা বিভাগের সম্মেলন কক্ষ |
|
Genetics and animal breeding |
১। প্রফেসর ড. এ, কে ফজলুল হক ভুঁইয়া, পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ২। প্রফেসর ড. মোঃ আজহারুল হক, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। |
ছাগল ও ভেড়া উৎপাদন বিভাগের সম্মেলন কক্ষ |
|
Socio-Economic and farming system research |
১। ড. মোঃ জাহাঙ্গীর আলম খান, প্রাক্তন মহাপরিচালক, বিএলআরআই, সাভার, ঢাকা। ২। প্রফেসর ড. মো: সাইদুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ। |
প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষ |
|
২:৩০ -০৪:৩০ |
বিশেষজ্ঞ টিম কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন |
- |
প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষ |