“লাভজনক খামার পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক ব্রয়লার ও লেয়ার পালন ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গত ১২-১৫ মার্চ ২০১৮ খ্রিঃ মেয়াদে “লাভজনক খামার পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক ব্রয়লার ও লেয়ার পালন ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাথু রাম সরকার, মহাপরিচালক, বিএলআরআই। বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রয়লার ও লেয়ার পালন করে অধিক পরিমান নিরাপদ ডিম ও মাংস উৎপাদনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।