সাভার (ঢাকা) ২৬ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ
অদ্য ২৬/০৯/২০২০ খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন এর কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জনাব মোঃ জাকির হোসেন আকন্দ মহোদয় বিএলআরআই পরিদর্শন করেন। সরেজমিনে পরিদর্শনের পূর্বে তিনি প্রধান অতিথি হিসেবে বিএলআরআই এর সম্মেলন কক্ষে এই ইনস্টিটিউটের সর্বস্তরের বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন; কর্মকর্তাদের পাশাপাশি এ সভায় বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইনস্টিটিটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরদার মোহাম্মদ আমানুল্লাহ বিএলআরআই এর সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এ সময় বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত আলোচনায় প্রাণিসম্পদ সেক্টরে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচনের জন্য বিজ্ঞানীদের প্রতি আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. নাথু রাম সরকার। মতবিনিময় সভা শেষে সদস্য (সচিব) মহোদয় বিএলআরআই এর চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন; এ সময় তিনি বিএলএরআই এর গবেষণা খামার ও ল্যাব পরিদর্শন করেন; পরিদর্শনকালে ইনস্টিটিউটের মহাপরিচালক, বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকগণ ও গণমাধ্যম কর্মীরা সচিব মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন । সরেজমিনে পরিদর্শন শেষে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে বিএলআরআই এ স্থাপিত ফলদ বাগানে বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপন শেষে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তারঁ সংক্ষিপ্ত সফর সমাপ্ত করেন।