Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ডিসেম্বর ২০১৬

ফরিদপুর এ “ফডার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা” বিষয়ক দুই দিন ব্যাপি এক ডেইরি খামারী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-12-19

গত ১১-১২ দিসেম্বর ২০১৬ খ্রিঃ তারিখ বাংলাদশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর অধীনে পরিচালিত “ফডার গবেষণা ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ভাংগা, ফরিদপুর এ “ফডার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা” বিষয়ক দুই দিন ব্যাপি এক ডেইরি খামারী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে ৫০ জন ডেইরি খামারী উপস্থিত ছিলেন তন্মেধ্য ১৮ জন নারী এবং ৩২ জন পুরুষ । প্রশিক্ষণ শেষে উক্ত খামারীদের মাঝে বিএলআরআই কর্তৃক উন্নয়নকৃত উন্নত জাতের নেপিয়ার ঘাসের কাটিং সরবরাহ করা হয়। প্রশিক্ষণের ফলে ফডার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে অর্জিত জ্ঞান আধিক দুধ ও মাংস উৎপাদনে সহায়ক ভুমিকা পালন করবে বলে খামারীরা সমাপনী অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন। সমাপনী অনুষ্ঠানে ড. নাথু রাম সরকার, প্রকল্প পরিচালক, এস এম আমিনুল ইসলাম, প্রকাশনা কর্মকর্তা (বিএলআরআই), ডাঃ মনমথ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ সুদেব কুমার দাস, উপজেলা ভেটিরিনারি সার্জন ও বিএলআরআই এর সংশ্লিষ্ট বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন ।